নিজস্ব প্রতিবেদক
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তির জন্য নির্বাচিত ও অপেক্ষমান শিক্ষার্থীদের তালিকা প্রকাশিত হয়েছে। আজ সোমবার (২৬ ডিসেম্বর) নির্বাচিত শিক্ষার্থীদের তালিকাটি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে প্রকাশিত হয়। জিএসটি গুচ্ছভুক্ত “এ” ইউনিটের ভর্তি কার্যক্রম আগামী ৬ জানুয়ারি সকাল ৯.৩০ হতে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে এবং জিএসটি গুচ্ছভুক্ত “বি” ও “সি” ইউনিটের ভর্তি কার্যক্রম আগামী ৯ জানুয়ারি সকাল ৯.৩০ হতে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরবর্তীতে আসল ফাঁকা থাকা সাপেক্ষে অপেক্ষমান শিক্ষার্থীরা রিপোর্টিংয়ের মাধ্যমে ভর্তির সুযোগ পাবেন। রিপোর্টিং ব্যতীত অপেক্ষমান তালিকার কোনো শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন না।
বিজ্ঞপ্তি অনুসারে জানা যায়, ২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন আগামী ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে এবং ২৪ জানুয়ারি থেকে ক্লাশ শুরু হবে।
উল্লেখ্য, ফলাফল জানতে হাবিপ্রবির অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন (www.hstu.ac.bd)।