21.5 C
Dinājpur
Monday, December 5, 2022

শীতার্তদের পাশে দাঁড়ালো যবিপ্রবি ছাত্রলীগ

অবশ্যই পরুন

নিজস্ব প্রতিনিধি

ঐতিহ্যবাহী ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) শাখা ছাত্রলীগের আয়োজনে গরিব ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও বিশ্ববিদ্যালয়ের হল প্রাঙ্গনে বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়েছে। গতকাল (শুক্রবার) বিকাল ৪ ঘটিকায় বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের সামনে কর্মসূচীটির উদ্বোধন করা হয়। প্রচন্ড শীতে সমাজের পিছিয়ে পড়া গরীব ও দুঃস্থ মানুষের মধ্যে শাখা ছাত্রলীগের পক্ষ থেকে ১০০ পিছ কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণের পর বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা ছাত্রী হল ও শহীদ মসিয়ূর রহমান হল প্রাঙ্গনে বৃক্ষরোপণ করেন শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

 

কর্মসূচীতে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি ও শেখ হাসিনা ছাত্রী হলের প্রভোস্ট ড. সেলিনা আক্তার, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও শহীদ মসিয়ূর রহমান হলের প্রভোস্ট ড. আশরাফুজ্জামান জাহিদ, শহীদ মসিয়ূর রহমান হল শাখা ছাত্রলীগের সভাপতি বিপ্লব কুমার দে শান্ত, শাখা ছাত্রলীগের সদ্য সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আল মামুন শিমন, শেখ হাসিনা ছাত্রী হলের সভাপতি শিলা আক্তার, ইংরেজি বিভাগ ছাত্রলীগের সভাপতি রুহুল কুদ্দুস রহিত, সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ টনি, পদার্থবিজ্ঞান বিভাগ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ হাসান, ছাত্রলীগ কর্মী কামরুল হাসান শিহাব, আসিফ আহমেদ রাহিক ও সাকিল সরদার প্রমুখ। দেশের অগ্রযাত্রা এবং যে কোনো সংকটে সামনের কাতারে থেকে লড়ে যাওয়ার অঙ্গীকার করেন নেতারা।

- Advertisement -spot_img

আরো নিবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ