নিজস্ব প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিশোরগঞ্জ জেলা ছাত্র ঐক্য পরিষদের পক্ষ থেকে টিএসসিতে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ (শুক্রবার, ৭ই জানুয়ারী) অনুষ্ঠানটি সফলভাবে আয়োজন করা হয়।
জানা গেছে, সংগঠনটির কিছু সাবেক শিক্ষার্থীদের সহায়তায় পিঠা উৎসবের আয়োজনটি করা হয়। পিঠা উৎসবে ভাপা, চিতই, পুলি পিঠা সহ হরেক রকমের পিঠা পরিবেশন করা হয়।
উৎসবে অংশ নেয়া ভূগোল বিভাগের শিক্ষার্থী হাসিবুল হাসান শান্ত বলেন, আজকের এই আনন্দঘন সন্ধ্যায় নিজেকে সামিল করতে পেরে অত্যন্ত আনন্দিত বোধ করছি। সেই সাথে সংগঠনের অগ্রজদের ধন্যবাদ জানাচ্ছি এতো চমৎকার একটি আয়োজনের জন্য।
অন্যদিকে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তুহিন আলম বিজয় জানান, আমি মনে করি ঢাবিস্থ কিশোরগঞ্জ জেলা ছাত্র ঐক্য পরিষদ একটি পরিবার। আমার বিশ্বাস, এই উৎসব আমাদের মাঝে সম্প্রীতির বন্ধনকে আরো মজবুত ও দৃঢ় করবে।
সংগঠনের সভাপতি মুসা বিন সালেক বলেন, শহুরে জীবনে দেশীয় পিঠা খাওয়ার সংস্কৃতি বিলুপ্ত হয়ে যাচ্ছে।বাঙালির সংস্কৃতি কিছুটা হলেও পুনর্জীবন ঘটুক, তাই আমাদের এই আয়োজন।
সংগঠনটির সাধারণ সম্পাদক রুকন শাহরিয়ার জানান, “আমাদের এই আয়োজন কিছুটা হলেও দেশীয় পিঠার আমেজ ফিরিয়ে আনবে বলে বিশ্বাস করি।”
টিএসসিতে গিয়ে দেখা যায়, সাধারণ শিক্ষার্থীদের পদচারণায় পিঠা উৎসব যেন এক আনন্দমেলায় পরিণত হয়েছে। আয়োজকদের ধারণা, সর্বাধিক শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তাদের উৎসবকে প্রাণবন্ত করার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে।