নিজস্ব প্রতিনিধি
ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব কুলিয়ারচরের (ডুসাক) নতুন কমিটি গঠন করা হয়েছে। গতকাল রোববার (৯ জানুয়ারী) ডুসাকের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শেষ বর্ষের শিক্ষার্থী সালমান হায়দার এবং সাধারন সম্পাদক রাষ্ট্র বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আব্দুল হাকিম।
জানা যায়, ডুসাকের গঠনতন্ত্র অনুযায়ী এক বছরের জন্য আংশিক কমিটির অনুমোদন দেয়া হয়। গতকাল সূর্যসেন হলে এক অনাড়ম্বর পরিবেশে মুনতাসির মামুন রিফাত (সদ্য বিদায়ী সভাপতি) ও তানভীর আহম্মেদ (সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক) কর্তৃক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন কমিটি ঘোষণা করা হয়।